হৃদয় আমার অন্ধকারের ধূ-ধূ বালির মাঠ
কৃষ্ণরাতি যেথায় বসে করছে ব্যথা পাঠ,
নিজন হেথায় এপার-ওপার শুন্যতাই শুধু
দীর্ঘশ্বাসে ভাঙ্গে-গড়ে বালির বিরান বাট।


স্বপন-হরা নিয়ন আলোর আশার ছায়াপথ
হারায় কালোয় অসীম বেগে চড়ে সপ্তরথ,
কোথাও নাই আলো-রেখা, কৃষ্ণ অমানিশা
কপাল লেখায় চন্দ্র বুঝি হারালো তল্লাট।


কাঁদন বাজে করুন সুরে বাশীর শুন্য বুকে
বাঁধন ছেঁড়া সে সুর বাজে হিয়ায় বিনাফুঁকে,
তপ্তশ্বাসের হাওয়ায় উড়ে সুখের কথন শত
তখত বালির পড়ে ধ্বসে লুটালো নিপাট।


শুক্লা রাতের চন্দ্রিমা-মুখ হয়নি আজো দেখা
বুকের তামাম পৃষ্ঠা জুড়ে ব্যথার পঙ্কতি লেখা,
পথচলা মোর দুঃখের রথে ক্লান্তি ভরা ক্লেশে
মনের আদি-অন্ত জুড়ে স্বপন ভাঙ্গার হাট।।