যদি আবার দেখাদেখি হয় মোহনায়
শ্রাবনের আকাশে উড়বে দুরন্ত মেঘ-মালা
মুখে নিয়ে বিজলীর হাসি বিছাবে কাজলা শাড়ী
যদি আবার দেখাদেখি হয় মোহনায়
হাওয়ার বিস্তৃত সমুদ্রে সজ্জিত পল্লীবালা
ভাসাবে নূপুরের গান কম্পিত মুঠো ভরি
যদি আবার দেখাদেখি হয় মোহনায়
পউষের শেষে হবে ফুল-ফাগুনের পালা
দুলবে বনে বনে প্রস্ফুটিত দল- মঞ্জরী
যদি আবার দেখাদেখি হয় মোহনায়
আসবে সেই সাঁঝ সহস্র সুখ-দীপ-জ্বালা
জোসনার চুম্বনে থরথর কাঁপবে বিভাবরী
যদি আর দেখাদেখি না-ই হয় মোহনায়
জমে হৃদ-প্রকোষ্ঠে ব্যথা বিষ নির্জলা
ডুবে যাবে অতলে অনন্তে ধাবমান অাশাতরী
যদি আর দেখাদেখি না-ই হয় মোহনায়
অথর্ব পিছুটান কূঁড়ে খাবে নির্মোহ বেলা
ভাটার জলস্রোত বয়ে যাবে অনাদির পথধরি।।