আজকের দিনটা কাল হয়ে যাচ্ছে, তোমার দেখা নেই
পাহাড়ের উচ্চতা যায় কমে, সাগরের বুক হয় স্ফীত
মৃত্যুর দুয়ারে দুয়ারে ছুটে স্বপ্ন, তবু তোমার দেখা নেই।
সাহারার কান্না জমে হয়ে উঠে হ্রদ, ঘন অরন্য উজাড়
বুকের নিঃসীম আঁধার ভেদ করে জেগে উঠে ব্যথা
তুমি কোথায়, তুমি কোথায়, তবু তোমার দেখা নেই।
আকাশে মেলেছে যে ডানা, নদীর জলে যে দিলো ডুব
তেপান্তরের পথ পাড়ি দেয়া ভবঘুরে যে বিশ্ব-পথিক
তার-ও অদেখা তুমি, কোথায় লুকালে তুমি নিশ্চুপ!
কার বশে তুমি? কার বুকে? কার বাহুতে নিলে আশ্রয়?
কে তোমায় পাড়ালো ঘুম অচেতন নেশার বাক্য দিয়ে?
অথচ অর্চনা করি তোমার, তুমি আশাময়ী দেবী বলে
জপি অন্তরে, কোথায় তুমি, কোথায় তোমার দেখা পাই?