কে জানালো তোমারে বিরহীর মনো-ব্যকুলতা
কে শোনালো কানে তব - আমার ব্যথার স্তব
এলে ফিরে ঘুচাতে গো ব্যথিত প্রাণের নিরবতা
কে জানালো তোমারে বিরহীর মনো-ব্যকুলতা।


আমার এ হৃদয় জুড়ে এনেছিলে প্রথম ফাগুন
ভোরের প্রথম কলি - দিয়েছিলে হাতে তুলি
পল্লবে কিশলয়ে জেগেছিল হিয়া- শাখালতা
আজ এলে গো ফিরে সৌরভ হীন ঝরা ফুলে
বিলিয়ে দিতে অনাদরে হারানো সে সজীবতা।


বুকের উজান ধরে বয়ে চলে ধারা বেদনার
অাশার বালির বাঁধে - চিড় ধরে অবসাদে
কুলে কুলে উছলায় ছলছল নয়ন জোয়ার
তোমার অবহেলা লিখেছিল যে ব্যথার লিখন
মুছিতে এলে কি গো নিরবে খুলে হৃদয় খাতা
কে জানালো তোমারে বিরহীর মনো-ব্যকুলতা।।