পুকুরজলে ধুয়ে এনে সদ্য
এই রাখলাম একবাটি পদ্য।


আবোল তাবোল যা বোল আছে
নাম দিয়েছি কাব্য,
শব্দ- ছন্দের ডঙ্কা- নিনাদ
অতি যোগে শ্রাব্য।


যতই পোড়াই, যা-ই পোড়াই
নাম হয়ে যায় ছাই,
কবির কলম যা-ই লিখুক
তার নাম কবিতাই।


এক বাটি পদ্য রোদে পুড়ে খাঁক
চলো ডাকি বৈদ্য, মাথা খায় পাক।।