চাইনা বলে ফিরিয়ে দিলে যারে
সে বিবাগী আসবে কি আর দ্বারে?
বুকে তাহার নাই কি অভিমান!
আঘাত সয়ে হাসবে বারেবারে?


পূঁথির পাতা ছিন্ন হয়ে উড়ে
মেঘ-মলয়ের নিঠুর অভিসারে,
বুকের খাঁচায় বন্দী হাজার বানী
মাথা কুঁটে নিগূঢ় অস্তপারে।


শোনবে কি আর সে ব্যথিতের গান
স্তুতি তোমার যাহার থরেথরে,
আসবে সে কি জুড়াতে তার প্রাণ
নয়ন রেখে তোমার নয়ন 'পরে!


রাখত যে জন তোমার চরণতলে
প্রেমের পদ্ম হৃদয় কক্ষ ছিঁড়ে,
কাঁটার ঘায়ে বিক্ষত বুক নিয়ে
এই ঘাটে সে আসবে কি আর ফিরে?


সেই বিবাগীর আঁখির নোনা জল
তোমার সুখের শুদ্ধ সরোবরে,
ফোটাতে আর ব্যথার নীল কমল
হয়তো কভু ফিরবে না ভুল করে।।