পথিকঃ কবি!
চলো যাই মোরা ওই
আম্র কাননে,
পথের ক্লান্তি ভুলি
কথা আর গানে।
দখিন মলয় সুধা
ঝিরিঝিরি বহে,
তরুতলে বসি ক্ষণ
তুমি-আমি দোঁহে।


( ঝোলা নামাইয়া তরুতলে কিয়ৎক্ষণ দুজনেই বসিয়া..)


সুধাই তোমায় কথা
ওগো কবিবর,
প্রেয়সীরে খুঁজো তুমি
আমি খুঁজি ঘর।
মোদের এ পথচলা
এতো হাহাকার,
নিতুই সুখের খোঁজে
পথচলা সাড়।
কবি, গেল দেহ-বল
মরিচীকা ধরে,
না-ই মেলে যদি শেষে
হারা-মানিকেরে।
পথের বুকেই কিগো
হবে অবসান!
আমার এ ঘর খোঁজা
তোমারি অাখ্যান?


কবিঃ
জানিনা কপাল লেখা
ভাবি নাতো কভু,
কি লিখেছে পরিণতি
জগপতি বিভূ।
তারে বিনা গতি কিবা
খুঁজে ফিরি যারে,
সকল অসাড় মোর
ভূবন মাঝারে।
হৃদ মাঝে বহে ব্যথা
হতাশার বাস,
এ ধরনী, এ জনম
করে উপহাস।
ও পথিক, দেহ যদি
ছাড়ে এ ভূবন
প্রাণ মোর রয়ে যাবে
খুঁজিতে স্বজন।।