কেটে করে কুঁটি কুঁটি
খালি খালি অযথায়,
কাটাকাটি প্রিয় খেলা
দিনেরাতে খেলে যায়।
কুঁট কুঁট কামড়াতে
দাঁত করে শিরশির,
নাই তার অরুচি যে
থাকে সদা অস্থির।
সারাক্ষণ ছুটোছুটি
উঁকি ঝুঁকি দৌড় ঝাপ,
বিড়ালের সাথে আঁড়ি
ধরা খেলে ওরে বাপ!
দূর থেকে খিঁচে মুখ
সূঁচো দাঁত করে বের,
মন চায় ধরে ধরে
গোঁফ কাটে বিড়ালের।
প্রাণ নিয়ে খেলা খেলে
এ কেমন অবিচার,
থাঁবা মেরে ধরে শেষে
মটকিয়ে দেয় ঘাড়।
সাপ এসে যদি ঢোকে
কখনো তার গর্তে,
বেঘোরেতে যায় প্রাণ
বিনা দায়-শর্তে।