আকাশের গায়ে রুগ্ন জোছনার প্রলেপন
ঝিঁ ঝিঁ পোকার অবিশ্রান্ত ঝাঁঝালো ডাক
মৌ মৌ সৌরভে জেগেছে মহুল বন,
ভূমিতলে আলোড়নে ত্রস্ত পাতার ছায়া
সরু মেটোপথ অকাতর ঘুমে অচেতন
ঘন অরন্যের বুকে রেখে সর্পিল কায়া।
নিশাচর পাখি অদূরে ঝাপটায় ডানা
ক্ষণে তার স্তব্ধতা ভাঙ্গা আচমকা স্বর,
ঘুমন্ত অরন্যে বুলায় মমতার প্রছন্ন আদর।


এ মনও বুঝি এক নিশাচর পাখি
জেগে কাটায় রাত্রির নিঝুম প্রহর,
চাঁদ হেলে পড়ে ছোঁয় পূর্ব সোপান
ক্রমাগত টানে মোরে অদেখার টান।
বিক্ষিপ্ত পদতলে চিৎকারে ঝরাপাতা,
নির্ঘুম এক রাতের বক্ষে নিরুদ্দেশ যাত্রা।


পেছনে দুয়ার খোলা ঘর, সমুখে আমার
অন্তহীন ভাবনার ধূসরতাময় ভূবন,
পথহারা- দিকভুলা, তবু শংকাহীন প্রাণ।
দ্বিধাহীন পদক্ষেপে নেই শাসনের ঘোর
দিগ্বলয়ের রেখা চুমে আসে যদি ভোর,
নিরুদ্দেশ এ একাকী যাত্রার হবে অবসান
খুঁজে নিবো ঠিকানা হয়তো তখন।।