মাথায় সাদা- লাল বুনটের চাদর আর
সুকৌশলে গড়া বৃত্তাকার কালো রশি
পা-অব্দি ঝুলানো সাদা আলখাল্লা
গায়ে আতরের ভুর-ভুর সু-ঘ্রাণ
ধবধবে চামড়ার মুখে পরিপাটি দাঁড়ি
মাসবাহ্'র গুটিতে সদা চঞ্চল আঙ্গুল
আয়েশের নধর দেহে শান্তিরা ক্রমে
জমাট বেঁধে হয়ে উঠা স্ফীতকায় মেদ
নারী আর খেঁজুরে আসক্ত অলস মগজ
প্রশান্তির অদ্ভুদ সমাজ এখানে...


এখানে ভীড় করে পরিজায়া মানুষের দল
সোনার কৌটো ভরে রক্ত ঘামের নির্যাসে
এখানে স্পৃহাহীন রয় জাগরণী বোধ সকল
দেয়ালের ওই পাশে নিদ্রামগ্ন হয় অনায়াসে।।


*মাসবাহ্= তসবিহ্ পাঠে ব্যবহৃত মালাকৃতির গুনন সহায়ক বস্তু।