সে হারিয়ে গেছে দিনে দিনে
আমার উঠোনে আর পড়েনা পা,
এত অভিমানী সে! এত বিরাগীনি!
নিরবতার তন্তু বেয়ে চলে গেছে কোন্ গাঁ?
আমি দিনে দিনে ঝরে পড়ি
রস-হীন বিশুষ্ক নির্জীব লতা-সম,
কূঁড়ি-ফুলে, ভ্রমরীর-গুঞ্জন সুরে
সময় যায়না বয়ে আর নিয়ে মোহময়তা।
সে হারিয়ে গেছে দিনে দিনে
যৌবনার নিশ্চুপ বাসনার সাথে,
ফুরালে জোয়ার-টান যেমনি গ্রাসে
নিঃশব্দে, নিঃসংকোচে ভাটার প্রগলভতা।