গড়-পতনের হিসেব কষে
নস্যি নিয়ে ভাবি,
পড়লি ধরা সব বাছাধন!
এবার কোথায় যাবি?
একটু আগে খেললি তোরাই
ভেল্কি বাজি খেলা,
বুদ্ধি গুলো করলি মাড়াই
দম্ভ ভরে মেলা!
এখন কেমন গড় হয়ে সব
গড়গড়িয়ে এলি,
নস্যি নিলে বুদ্ধি বাড়ে
হাজার পাখা মেলি।
হাওয়ায় ভেসে চলে সবে
উড়োজাহাজ চড়ে,
বিন-জাহাজে দিব্যি উড়া
যায় বুদ্ধির জোরে।
ঢেউ-দোলানী দালান দোলে
বল্ তো কোন চালে?
সুরঙ্গ্ কেটে পাখির বাসা
শিকড় বাড়ে ডালে।
নস্যি বিনা সকল জ্ঞাণী
করে দস্যিপনা,
তাদের ও-সব জ্ঞাণের বহর
যায় যে হাতে গোণা।
একটু দাঁড়া, দাঁড়াই আগে
বলছি একেক করে,
ও মা! কেমন ঘুরছে মাথা
গেলাম নাকি পড়ে!!



টীকাঃ আমরা নিজেরা মাতাল হলেও পরের সমালোচনায় পঞ্চমুখ।