কেন বেদনাতে রাঙ্গাও আঁচল
সখি মোছ আঁখিজল।
পেয়েছ যাহারে হৃদয়ের কোণে
তারি লাগি কেন ভাস অাঁখিবানে
হিয়ার সরোবরে যেথা গোপনে
ফুটাইলে রক্ত-কমল,
সে কুসুম-ঘায়ে কেন হিয়া টলমল!


(সখি) দিয়াছ যাহারে করিয়া উজার
তারি কাছে চেয়ে কেন এত হাহাকার
ভিখারী সে যে শুধু জানে নিতে
করিয়া নিরবে শত-ছল
সখি ভুলো তারি ছল, ব্যথা হলাহল।


ভালবেসে যাহারে করেছ তোমার
খুলিও তাহার তরে ক্ষমার দুয়ার
বুঝি সে ছিল গো শুধুই কালি
যাহারে ভাবিলে কাজল
সাজিয়োনা আর তা'তে নয়ন উপল।
সখি মোছ আঁখিজল.......