নিশিথ রাতে জেগেছে কে রে! সূর্য প্রতিম বীর
আলোর ঘায়ে আনতে ঊষা, বদলাতে তকদীর
জীর্ণ-জড়া মাড়িয়ে কে ওই অশ্বারোহী ছোটে
দ্রোহ মন্ত্রে শান দিয়ে তার খাপছারা শমসির।


হায়! একি স্বপন! স্বপন শুধু, তামাম জিন্দেগী
অবলীলাক্রমে পেরুলো  করে পাপের বন্দেগী
কোথা সে বীর, কোথায় সে বাঁজখাই তাকবীর?
মক্কা-মদীনা, যেরুজালেম, বাগদাদ, আজমীর।


স্বেচ্ছায় মোরা পড়েছি গলে গোনাহের জিঞ্জির
ফেলেছি ধূলায়  শুদ্ধতারই  ঢালা ভরা আঞ্জির
লোভ-ভাগাড়ে লাভের খোঁজে অবনত করে শির
দেখতে পাইনা উর্ধ্বগগণে আলোক জোনাকির।


ভুলেছি মোরা সাধনার পথ লালসার আঁখিঠারে
পাপের জলসা তিলঠাঁইহীন অহমিকা পদভারে
সোরগোল-রোলে চাপা পড়ে আর্জি ফরিয়াদির
ফানুসে ফানুসে গগণ ভরে মোহ-মায়া সন্ধির।


কোথায় তুমি, এসো হে যোদ্ধা, সূর্য প্রতিম বীর
শৃঙ্খল-কারা ভেঙ্গে এনে দাও  নবস্বাদ মুক্তির।।