আরো অনেক আগেই আঁধার নেমেছিল চোখে
অস্পষ্ট আবছায়ার ধুরন্ধরতায় ভ্রান্তিরাও নেমেছিল
তবুও অজানা একটা টান পা টেনে নিয়ে গেছে পথে।
এরই নাম কি ভালবাসা? মৃত্যুর মত যে টানে।
নিভৃত গৃহের দীপালোক জ্বলে জ্বলে ক্লান্ত হলে
পরাজয়ের বিষন্নতায় আলোরা পালায় অভিমানে
স্বতঃজ্বলা ভালবাসা-দীপ সে সংজ্ঞায় হেসে মরে
নিরন্তর তেজীয়ান হয় প্রাণের সরস সুধা শুষে!
এমন কথার ছল ভুলায়ে রেখেছিল যোগ-বিয়োজন
চেতনায় ধুয়ে মন অজানা টানের জলছবি দেখি
কোথায় ভালবাসা! এ যে ফাঁকি, এ যে হায় মেকি!!