তুমি দখিনা জানালা রেখো খুলে
আমি আসবো, আমি আসবো ছুটে
মহাকালের পথ ভুলে।


সমুদ্রের নোনা জল ছুঁয়ে
দিক ভুলা নাবিকের পাল ছুঁয়ে
আমি আসবো, আসবো ছুটে
তুমি দখিনা জানালা রেখো খুলে।


ঘুমহীন রাতে তুমি চেয়ে থেকো
আমি ডাকবো, ডাকবো তোমায়
দূর নীলাকাশ হতে ইশারায়
তুমি এসো, কথা হবে নিরালায়
নীলাকাশ থেকে ইশারায়।


তুমি বসো একবার হিজলের তলে
আমি গাইবো, গাইবো গান
নাচবো ঝরা পাতার মর্মর তালে
শুধু বসো একবার হিজলের তলে
আমি গাইবো গান নব সুরে, প্রাণখুলে।


তুমি প্রতীক্ষার জাল বুনো ধীরে ধীরে
আমি রাখবো, রাখবো পা'
ব্যথাঘন তমসাঘেরা তব নীড়ে।


সাজবে যামিনী ফের চুম্বনে মোর
টুটবে মহাকাল, মহানিশি-ঘোর
খেলা শেষে দিয়ে যাবো ভোর
রিক্ত অঞ্জলী ভরে।


আর যদি না আসি কভু এ পথ ধরে
ডাক যদি থেমে যায় ভুল করে
গান যদি ভুলে যাই নাচের বেতালে
পা যদি ফেঁসে যায় পাতা বেড়াজালে
তবে...
তুমি এসো খুঁজে নিতে এই আমাকে
কাশফুলে, দীঘিজলে, নদীর বাঁকে
কোলাহলে, শশ্মানের অনল দহণে
মাটির বুকে, নয়তোবা তব হৃদীকোণে।।