এসো, এসো, বসে পড়ো
থালা খানা নিয়ে
করব ভোজন দুজন মিলে
হাওয়ার পাপর দিয়ে।
সাথে আছে রোদের আচার,
ছায়ার মিঠা জল,
ঘিয়ে ভাজা মেঘের রুটি,
পাঁটায় ছেঁচা ফল।
গোঁটা কয়েক পানের নাড়ু
খেয়ো ইচ্ছে মতো,
পাথরকুঁচির ফিরনী আছে,
বরফি-পায়েস কতো।
আদার লুচি, মূলোর পোলাও,
কোনটা দিব আগে,
ইচ্ছে মতো নিতে পারো
যখন যেটা লাগে।
ভোজন শেষে বসবো মোরা
জলের আসন পেতে,
সত্যি করে বলো আমায়
লাগল কেমন খেতে।