তুমি 'ভালবাসি' বললে যেন প্রাণে বিঁধে শর
হায়! ভালবাসা.....
বুকের থেকে নামিয়ে যারে এলেম পথের'পর
হাতড়ে খুঁজো মিছেই তারে শুন্য যেথায় ঘর।
তোমার বে-দাগ প্রাণ,
ঢাকলো শুধুই বিষাদ ভরা আবেগ-অভিমান
যাচো যতই হয় যাতনা, আজ হৃদয় দিগম্বর
তুমি 'ভালবাসি' বললে যেন উঠে প্রাণে ঝড়।
ছোটে বনের পাখি বনে,
পুষবে তারে কেমন সেকি সোনার খাঁচা চেনে?
সুখ-সৌখিন ওগো বালা, এ যে দুঃখের বালুচর
তুমি কেমন করে গড়বে সেথা ভালবাসার ঘর।
সকল আঁধার চিড়ে,
স্বপন দীপের আলোক তরী নয়ন পাড়ে ভীড়ে
চমকে উঠি সময় ঘাতে, হায়! এ সবি অবান্তর
হায় ভালবাসা' মিছে আশার শুণ্য তেপান্তর।