আমি রইলাম বসে ঘাঁটে
               তুমি ভাসালে তব তরী
খেয়া পাড়ে এসে হলো দু'জনার
               জনমের মতো ছাড়াছাড়ি।


তুমি সাথে নিলে যতো হাসি-গান
ব্যথা-গীতি সব করে গেলে দান,
আজ হয়েছে সে পথের অবসান
            চলেছি যেথায় হাতে হাত ধরি,
খেয়া পাড়ে এসে হলো দু'জনার
                  জনমের মতো ছাড়াছাড়ি।


কত ভোর, কত সাঁঝ চলে গেল ধেয়ে
কত রাত গেল ব্যথা-বন্ধুর পথ বেয়ে,
চির অন্ধকারে প্রেম-জোৎস্নাতে নেয়ে
            দিয়েছি যে সীমাহীন পথ-পাড়ি
খেয়া পাড়ে এসে হলো দু'জনার
                     জনমের মতো ছাড়াছাড়ি।


তুমি-হারা এই পাড়ে জাগিছে অাঁধার
কল-কল-কল নদীজলে শব্দ কাঁদার,
সমব্যথী হয়ে মোর বুঝি ভাঙ্গে পাড়
                       ঢেউ তার করে আহাজারী
দু'জনের মাঝে আজ বহে ব্যবধান
                       চিরতরে হলো ছাড়াছাড়ি।।