কি দেবো তোমায় বলো, যা আছে এ প্রাণে
দিলেম নজরানা তা-ই করো গো কবুল,
কাঁটা-সম বেদনার কথামালা আর
নিরাশার রঙে ফোটা কবিতার ফুল।


প্রখর দহণ দাহে চৌচির বুকের জমিন
শুষ্ক কামনার তরু, শাখা-পাতা হীন,
ছায়াহীন, মায়াহীন, ধূ-ধূ ঊষর প্রান্তর
বাসনার নব অঙ্কুর মুখে মৃৎ-অাস্তিন।


চৌদিকে 'নাই-নাই' একই রব বাজে
সুখের হাওয়ারা যতো বহে প্রতিকুল,
পাঁজরের ঘট ঘেঁটে শুন্যতাই মেলে
দিলেম নজরানা তা-ই করো গো কবুল।।