অভিমানে নয়
এ আমার পাওনা ছিল,
আমি মেনেছি পরাজয়।


আঁধারে বসে দেখেছি চাঁদ
জোসনায় ধুয়েছি অবসাদ,
ভেবেছি ভালবেসে নিরবে
করেছি ভালবাসা জয়..
সারা নিশি তাই বুঝি চাঁদ
চোখাচোখি করে রয়,
ভাবি নাই এ যে শুধু মিছে
ভালবাসা শুধু মায়া ফাঁদ।


এ মোর পাওনা ছিল
নয়,  নয় অভিমানে,
সমুখের পানে চেয়ে আজ
ভুলেছে সে পিছুদিনে।
আজ তার বুকের গহীণে
সুখের ধারা পায় বেগ,
আমি চলি অাশাহীন
ভাষাহীন, নিরুদ্বেগ...
পায়ে সংশয় শৃঙ্খল বাঁধে
নিথর ভূবন বিষাদময়
আমি মেনেছি পরাজয়।।