আমার জানালায় এলে পড়ন্ত বিকেলের রোদ
চোখ-জ্বালা স্মৃতি বহে হৃদয়ের এপাড় ওপাড়,
তুমি বন্য হরিণী হয়ে দৌড়ে পালাও গহীণে
ধূসর ক্ষণ বলি হয় বিষাদের নির্দয় নিশাণার।


তুমুল হাস্যরোলে খোলা মাঠ নেয় প্রতিশোধ
তোমার উদ্যামতায় একদিন মানতো যে হার,
সুনসান কাঁঠালিয়া জলে মেঘছায়া ফিনফিনে
তোমার চোখের আরশী ভুলে মুখ দেখে তার।


কুয়াসা-ভোরের ঘাসে শিশিরের অহমিকাবোধ
নিরবে লুটাতো একদিন চঞ্চল চরণে তোমার,
দৈন্য সুখগুলি পরিযায়ী পাখি হয় দিনে দিনে
উপহাসে শুকতারা হাসে ওই ধরে ঊষার দুয়ার।  


আমার উঠোনে এলে বৃষ্টির উত্তাল মিষ্টি আমোদ
দ্বিগুণ জোয়ারে ভাসে ব্যথা-ঘন  হিয়ার দু'ধার,
করে তুলি নির্মল বুকের আকাশ স্মৃতি-স্নানে
আঁধারের তলে মিশায়ে আলোক করি একাকার।।