কানাকানি কথা কানে কানে গেল রটে
কেউ হেসে খুন, কেউ বলে 'তাই বটে!'
কেউ বলে কবি বুঝি না তো মতিগতি,
কেউ বলে বেশ! তাতেই কিসের ক্ষতি!
হোক্ না তবুও বিহিত একটা শেষে..
আর কত কাল চলা সন্যাসেরই বেশে?
কেউ বলে কবি পড়বেই যদি বেড়ী...
বেহুদাই শুধু কেন করতে গেলে দেরী?
পা গলিয়ে থাকলে মিছেই সরে দূরে
মধুর আস্বাদ যায় কি পাওয়া গুড়ে!!
এবার মন ভুলিয়ে আঁচল ধরো এঁটে..
কবি মনে ভাবে যাবো কি ওপথ হেঁটে?
অজানার পথে শংকা অনেক ভারী
সংশয় দোলায় চমকে পিলে-নাড়ি
তবু যাক্ না দেখা কপাল খানা যেচে
স্বপ্ন তরীর চুঁয়ানো জল হৃদয় দিয়ে সেঁচে।।