আমার সর্বনাশের চুঁড়ায় বসে
হাসবি ওমন করে!
ধিক্ শত ধিক্ তোরে।
আমার অন্নে পড়েছে ছাই
চারপাশ জুড়ে শুধু নাই-নাই,
পায়ের তলার কাঁপছে মাটি ঝড়ে
তোর হীন্য মনের কারসাজিতে
পথের ধূলি পোড়ে,
ধিক্ শত ধিক্ তোরে।
আমার বুকের রক্তেরে তুই
ভাবিস্ আলতা-রঙ!
তুচ্ছতায় মাপিস্ আমার
পিত্তে আঁটা জং?
কেলানো ওই মুখের বুলি
দম্ভভরা মিছের ঝুলি,
তামাশার এক তামসে রাতে
পড়বে মাথা ঘুরে,
নতুন ঊষা আসবে দেখিস্
তোর নকল প্রাসাদ ফূঁড়ে।।