শেয়াল হাসে খিলখিলিয়ে
করে নানান ফন্দি,
ছলে দেখ ইঁদুর-কলে
বাঘ করেছি বন্দী।
গাধার মাথায় শিং লাগিয়ে
রঙ মাখিয়ে গায়,
হরিণ সাজে রাখলো তারে
গাছের আড়ালটায়।
উপোস থেকে ক'দিন বাঘের
উদর-পিত্তি জ্বলে,
তাজা হরিণ বাগিয়ে নিতে
পড়লো ইঁদুর-কলে।
হো-হো হাসে দেখে শেয়াল
বাঘের বন্দীদশা,
হাত তালি দেয় বানরগুলো
বলে হলো খাসা।
হনুমানে ভেংচি কাটে
নৃত্য বরাহ দলে,
লেজ নাচিয়ে ইঁদুর দোলে
শুকনো গাছের ডালে।
কান্ড দেখে ক্ষিপ্ত বাঘে
গর্জে উঠে রাগে,
দুঃসাহসী পশুর দলে
পাল্লা দিয়ে ভাগে।।