আমার মনের তরী ভিড়াবো গো  কোন ঘাঁটে
বৈঠা আমার ক্লান্ত আজি, নামলো সুরুজ পাটে।।


পরাণ ছোটে রাখতে চরণ কুলে বাঁধা ঘরে
টলমল-মল স্রোতেরই জল বাঁধতে না'রে তারে
মনের ঠাঁই কোন ঘরে পাই তাই ভেবে দিন কাটে।
আমার মনের তরী ভিড়াবো গো কোন ঘাঁটে।।


পোড়া নয়ন সুজন খোঁজে নদীর বাঁকে বাঁকে
কেউ আপন করে নিতে যদি হাত বাড়িয়ে ডাকে
অদেখা সেই মুখ দেখিতেই তরী আমার ছোটে।
আমার মনের তরী ভিড়াবে গো কোন ঘাঁটে।।


আকাশ বেয়ে সন্ধ্যা নামে কালো করে জল
ও কার গৃহে জ্বলে সন্ধ্যা প্রদীপ গরবে ঝলমল
সেই দীপালোকে কার কপোলে রক্ত কমল ফোটে।
আমার মনের তরী ভিড়াবো গো কোন ঘাঁটে।।