চলো না মিলে মিশে হই একাকার
পিছনে থাকুক পড়ে ব্যথার পাহাড়,
রামধণুর সাত রঙে ধুয়ে এ জীবন
ঊষর সাহারায় আনি স্বপ্ন-বাহার।


চলো না হাত ধরে হারাই আবার
নতুন এক সিন্ধুর জল ছূঁয়ে আসি,
হারানো সুখ গুলি খুঁজে খুঁজে এনে
যতনে সাজিয়ে রাখি পাশাপাশি।


চলো না পৃথিবীরে করি ভাগাভাগি
আগামীরে অলখে করি বাটোয়ারা,
বয়ে যাবো মোহনায় শত বাঁক ঘেঁষে
হবো না দু'কুল শুধু হবো জল-ধারা।