কোটি বাহুতে ধরেছে ঘূণ
মেঘে ঢেকে গেছে নবারুণ
আজ হেসে হেসে হয় খুন
দানবের ফলা তীর আর তূণ।


রক্তে জোয়ার নেই আজ
কপালে শংকার ভাঁজ
বুক চেপে শকূন আর বাঁজ
ঠুকরে খায়, হায় কি নিদারুন!


হাড় হলো আজ দুর্বল কত
হারে হয় না মাথা অবনত
রেশমে ঢাকা কীটে কাটা ক্ষত
ব্যবধান-হারা সব দধি আর চূন!


পায়ে বেড়ী হাতে হাতকড়া
চোখে ছানি মুখে বিষফোঁড়া
তবু হামাগুড়ি দিয়ে ভাবি মোরা
কেউ আঁধারেই জ্বালাবে আগুন।