জেগেছি আজ সকল বে-তাজ
সবল বুকের হুংকারে,
বিকলতার শিকল ভেঙ্গে
আফিম খাওয়া ঘুম ঝেড়ে।
আত্ম-ভোলা চিনেছি আজ
আত্ম সুখের কস্তুরী,
প্রাণের ঘ্রাণে রক্ত কণায়
বাঁচার তাগিদ বোধ করি।
সাজিয়ে বোকা ধোঁকার ধূলোয়
করে বেহুঁশ ভাবলি কি!
বকের ধর্মে ভুলিয়ে নিবি
বুঝবো না রে চালাকী!
দাবী মোদের দাবার চালে
দাবিয়ে রেখে কৌশলে,
আর কত কাল রাখবি বেহাল
বে-তাল নীতির কূট জালে।
গায়ে যাদের হলো রে ঘাঁ
আঘাত-ঘায়ে লাঞ্ছনায়,
চর্ম রোগের ওষুধ দিয়ে
ভোগ ভুলাবি সান্ত্বনায়?
অন্ত্রে মোদের যন্ত্রণা আর
মন্ত্র শুনে হই যোগী,
বাঁদর-খেলা যাস্ খেলিয়ে
বাজিয়ে নীতির ডুগডুগি।
প্রবঞ্চনার দিন হবে শেষ
আত্ম-ভোলার চিরকুটে
নতুন দিনের গান লেখে ওই
টগবগানো খুন ফুটে।।