ভাবনা কি তোর বুকের ভিতর
সযতনে তোরে,
রেখেছি এমন ঝিনুক যেমন
মুক্তা বুকে ধরে।
তুই হতে চাস্ নীলাভ আকাশ
মুক্ত পাখির ডানা,
উছলে দু'পাড় নদীর জোয়ার
সমুদ্রের ঠিকানা।
ভাবিস্ না তুই হিয়ায় নিতুই
ভালবাসায় ভরে,
এক পৃথিবীর সুখের আবীর
রাখা তোরই তরে।
ফাগুন বাহার ফুল মালা-হার
খেলছে হিয়ার বনে,
মন্দাকিনীর ফটিক সে নীর
বইছে সঙ্গোপনে।
একটি আকাশ তোরই সকাশ
মেলবি সেথা ডানা,
তোরই ছোঁয়ায় দোলন চাঁপায়
সুবাস দিবে হানা।।