তুমি নেই, মনে থাকেনা, ভুলে যাই বারবার
মায়া ভরা মুখ স্পষ্টতর হয় চোখের সামনে
আচমকা মনে পড়ে তুমি নেই....
বিষিয়ে উঠে বুক অদৃশ্য ব্যথার নীল ছোঁয়ায়
আমার উচ্ছ্বাস প্রকাশের আয়না ছিলে তুমি
আমার বেদনার্তি শোনার এক আত্ম-প্রতিম
আমি বারবার ভুলে বসি তুমি নেই...
সে হাত হারিয়ে গেছে চোখের জল মোছাবার
সেই ছায়া গেছে সরে প্রখর উত্তাপ রুখে দেবার
আজ জল ঝরে চোখে...আজ ব্যথা বয় বুকে
কপোলের জল শুকানো দাগ বলে তুমি নেই...