চক্রগতির কোন নিয়মের টানে
দেখা দেখি হয়েছিল দু'জনার,
ভিড়েছিল পাড়ে মোর স্বপ্ন ডিঙ্গা
পেরিয়ে অথৈ কালের পারাবার।
মুখোমুখি বসেছি চোখে রেখে চোখ
ছলছল দৃষ্টিতে ভেজা স্মৃতি শত,
ভাষা হারিয়ে ছিল আশাহীন বুক
হৃদয়র কন্দরে ব্যথা উপগত।
দেখেছি তাহারে ফের নতুন করে
টোল পড়া কপোল চিবুকের তিল,
পালকের বন্দরে ক্লান্তির ঢেউ
নিষ্প্রভ গোধূলীর নভে গাঙচিল।
কম্পিত অধরে জ্বলে পোড়া হাসি
বিমর্ষ অবয়ব, অাঁখি দুটি ম্লান,
স্বপ্নের ছায়াপথ মুছে গেছে কবে
প্রাণহীন যেন প্রাণে প্রাণে টান।
বুঝেছি তা'রি আঁখিপানে চেয়ে
শুকিয়েছে খরতাপে স্বাপ্নিক তরু,
কালের চক্রতলে ধূসরতা মেখে
হরিৎ অরন্য যেন তিলেতিলে মরু।
মৌণতা দ্বার ভেঙ্গে শ্রাবনের ধারা
ভাষা হয়ে উঠে ফুটে আঁখিকোনে,
হৃদয়ের স্পন্দনে হারা অতীতেরা
শূল হানে বেদনার নব জাগরণে।।