হারিয়ে খুঁজি তোমায় চেনা-অচেনার গলিতে
ততোদিনে বিবর্ণতায় লেপ্টে গেছে নীলাকাশ
বেদনারা লিখে গেছে কবিতা ক্লান্তির কালিতে
মুক্ত বায়ুতে মিশে গেছে বুক-ভেদা দীর্ঘশ্বাস।


ততোদিনে নিশ্চল হয়ে গেছে ঝর্ণার গতিধারা
অনাবৃত পরাগ ঝরে গেছে অনাকাঙ্খিত দোলে
বিষাদ-উর্বর প্রহেলিকা পথে ডেকে নিরাশারা
বিজিতের কালো টীকা কপালে দিয়েছে তুলে।


তবু হারিয়ে খুঁজে ফিরি তোমায় দুর্জ্ঞেয় টানে
ভাবাবেগে তোমারে ফিরিয়ে দেই সেই আসন
ফিরে এসো, ধরা দাও, মুছে দাও সব ব্যবধানে
সুখেরা আসুক ফিরে ছেড়ে দুঃখের নির্বাসন।।