দৃষ্টি সীমানায় খুঁজে ফিরি তোমায়
              অন্তর তলে না যাচিয়া,
বিরহের মালা পড়ি আপনার গলে
                বিরহ কুসুমে রচিয়া।


নিরজনে একা ভাসি আঁখি বানে
কাঁদে বিভাবরী ব্যথা অনুরণে,
হাসে চন্দ্রিমা তিথি মেঘের আড়ালে
                      উপহাসে মজিয়া,
বিরহের মালা পড়ি আপনার গলে
                   বিরহ কুসুমে রচিয়া।


বাসনা অনলে পুড়ে হলো ছাই
ধোঁয়ার আধাঁরে দেখিতে না পাই,
খেলিছ সদাই তুমি গোপনে গােপনে
                     অভিমানে সাজিয়া,
দৃষ্টি সীমানায় খুঁজে ফিরি তোমায়
                  অন্তর তলে না যাচিয়া।।