এত কাছে ফুটে অাছে ফুল...
তবু অলি ঘুরে ঘুরে হয় বেভুল...
কি আশায়, কি নেশায়..কি যে তার পণ..
গুঞ্জনে ঘুরে ফিরে সারাটি কানন।


ফুল হাসে গোপনে বুকে ভরা মধু...
পাপড়ির ঘোমটায় সাজে লাজ-বধূ...
বুকের আসন কাঁপে মৃদু শিহরণে..
ঘুরে ফিরে অলি শেষে নিবেই যে চিনে।


অবশেষে অলি বসে ফুলে...
পাখার হাওয়ায় ফুল দোলে...
বুকের নির্যাস করে দান...
নেশায় ঢলে শুনে গুঞ্জন গান.....