হাতে নিয়ে একগাদা প্রাণপণে কবিতা চিবুই
যদি কিছু মেলে রস-টস্ টস্
পানে যদি প্রাণে আসে যোশ।
আহা! অরুচির ব্যামো বুঝি
বিগড়ে রসের পুঁজি
কবিতার কোথা দেব দোষ!!
মরু- জলে, তিলে-তেলে
ক্ষেপে-মেপে গিলে ফেলে
চেষ্টার ত্রুটি ভুলি, হায়! আফসোস্,
তবু ফেরে নাকো রুচি
কবিতার আদা-কুঁচি
খেয়ে শেষে জাগে প্রাণে রোষ।
রুচির নিকুচি করি
ছাড়বোনা পিছু তারি
চেঁটে-পুটে অবেশেষে রসাতলে খুই।।