তে-মুখি ওই পথের ধারে যতন করে
নোটিশ বোর্ডটা দিলাম টানিয়ে,
হরেক কথার পেরেক ঠুকে, গন্ধ শূঁকে
যেমন তেমন খবর বানিয়ে।
আসতে-যেতে একটু গিয়ে চোখ বুলিয়ে
দেখতে কেবল বিনয় আকুতি,
না-হয় মিছে বাণীর ঘানি যতই টানি
অসার সকল, অমূল মিনতি।


কলম ঝেড়ে চশমা এঁটে দিলেম সেঁটে
পয়লা নোটিশ -গোড়াতে গলদ,
"ভেংচি হাসি-মুচকি কাঁদা" আর না দাদা
করলে সে-জন 'হালের বলদ।'


নোটিশ জারী, ঘুমের ঘোরে হাত-পা ছূঁড়ে
যেজন বাজায় নাকের সানাই,
উপাধী তার জানবে ক্ষণে সকল জনে
"নাসিক রতন" "সুরের কানাই"।


আষাঢ় মাসে বাদলা ঝড়ে ভিজলে 'পরে
সামনে দু'হাত এক-পা পিছনে,
লাফিয়ে গিয়ে সটান হয়ে চাইবে বায়ে
চলবে আবার সমুখে ডাইনে।।