পলাশ রঙয়ে বিভোল হয়ে কাটিয়ে গেলাম বেলা
সুখের প্রলেপ মেখে মিছেই ব্যথার পাথর গেলা
রঙ বিলাসী মনের কোণে
আঁধার জমে সঙ্গোপনে
আজ নিজের ভুলে ভুলের হাটে ভুল হয়েছে কেনা
হারিয়ে খেই দুঃখ কুড়ালাম শোধতে ভুলের দেনা।


আজ হন্যে হয়ে খুঁজি আপন গাঁয়ের ঘরের ছায়
যার আঁচল ছায়ায় প্রাণ জুড়াবো সোহাগ মমতায়
বুকের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে
সমান ব্যথায় পড়বে নুয়ে
গহণ অাঁধার রাতেও যে জন আঁকড়ে ধরে হাত
অভয় দোলায় আনবে ঊষা কাটিয়ে বিষম রাত।


দুঃখের সওদা ঝোলায় ভরে পথ-বিপথে হেঁটে
হেলার খেলায় আপনি মজে দিন গিয়েছে কেটে
অলীক আশার খেয়ার পাড়ে
হারায় যে জন, পাইনি যারে
সেই মানিক-হারা ব্যথার কদর যে হৃদয়ে ধরে
আজ খুঁজি তারেই নিথর বেলার খেলা সাঙ্গ করে।।