তোমার মাদকীয় স্পর্শে ঢলে পড়ি
ঢলে পড়া ভিন্ন গতি কি আমার?
কামনার রস উগরে তবেই নিস্তার।
চেতনা শিকারী তোমার আঙ্গুলে
আমি উঠিয়ে দেই শরাবের পেয়ালা,
তোমার আকন্ঠ নেশার তপ্ত শ্বাসে
থরথর করে কাঁপে কাঁচের শরীর।
উগ্র আচ্ছন্নতায় রঙ্গিন করে আকাশ
মুঠো মুঠো ভাল লাগা ছিটাই কোষে,
অধিকারের প্রমত্ততায় বেপরোয়া ক্ষণ
রূপান্তরিত হয় একরাশ স্বপ্নে।
মুদিত চোখে নেমে আসে বসন্ত
বুকের স্পন্দনে জীবনের সুর খুঁজি,
বাহু আঁকড়ে ধরে উচ্ছ্বাসে বলি-
ভালবাসা, সেতো স্বর্গের নামান্তর।।