চাঁদেতে জোৎস্না বান, চোখে স্বপ্নের নামাবলি
এসো হাতে ধরে হেঁটে যাই দূর পথে..
পিছে রেখে তন্দ্রায় ঢুলুঢুলু নিথর গ্রামগুলি।


সমুখে খোলা প্রান্তর, সুনশান নীরবতা ভেঙ্গে
পায়ে নুপুর উঠবে বেজে রিনিঝিনি
চুম দেবে মেখে ভালবেসে অচেনা পথের ধূলি।


সজীব ঘাসের বুকে, বসবো পাশাপাশি ঠিক
তুমি সাজবে লাজ রঙে অপরূপা সাজ
কুসুমি শাড়ীতে মেখে রূপালী চাঁদের ঝিলিক।


জোৎস্নার জলে ডুব দেয়া তারার কণিকাগুলি
চলো তুলে এনে গুঁজে দেই খোঁপায়
চলো ভেসে যাই, আলোক খেয়ায় পাল তুলি।।