দেখা হবে ভেবে আশায় দিন গুনেছিলে তুমি
আমারও দিন কাটতে চায়নি অধির অপেক্ষায়,
আক্ষেপের দীর্ঘশ্বাসে হয়েছিল ভারী বাতাস
অদেখার অতৃপ্তি দাগ হয়ে ফুটেছিল কলিজায়।
অবশেষে দেখা হয়েছে সেদিন...
তুমি চোখ মেলে তাকাতে পারনি, পারনি ছূঁতে
তোমার কন্ঠ উঠেনি বেজে নিদারুন অক্ষমতায়,
আপাদমস্তকে সেদিন চির-ঘুম বেঁধেছিল বাসা
তুমি ভুলেছিলে চিরতরে জাগতিক কাঁদা-হাসা।


উচ্ছ্বাসে জানাতে পারিনি আমি এসেছি ফিরে
এসেছি তোমার দ্বারে কূঁড়াতে ভালবাসা ফের,
তুমি ফিরে এসো তুমি হয়ে তোমাতে আবার
এপার-ওপার খেলা দুজনাতে হয়েছে তো ঢের!
তুমি তোমাকেই ছেড়ে গেলে দূরে...
অদেখার অতৃপ্তিরে চিরসাথী করে বুকে নিয়ে
দান দিয়ে গেলে আমায় চির-প্রতীক্ষা জগতের,
এ দিনগোনা হবে শেষ, হবে অবসান প্রতীক্ষার  
বাসনার পূর্ণতা নিয়ে দেখা হবে ওপারে আবার।।


((সুদূরবাসী শ্রদ্ধেয় নানা-ভাই স্মরণে))