নিশিথ রাতে নামটি ধরে কাহার বাঁশী বাজে!
করুন তাহার সুরের ভার বইতে পারি না যে,
                             কাহার বাঁশী বাজে!
হয়না সন্ধি নয়ন পাতায়, রয়না বন্দী মন
শিরায় বহে সুরের ধারা, করে অচেতন
স্বপনে তার সুঠাম বুকে মুখটি লুকাই লাজে
নিশিথ রাতে নামটি ধরে কাহার বাঁশী বাজে!
                             কাহার বাঁশী বাজে!
অচিন গাঁয়ের বাঁশীওয়ালা, নাম ঠিকানা নাই
অজানা সেই প্রাণের ঘরেই প্রাণ নিয়াছে ঠাঁই
বল্ না তারে মন লাগেনা গৃহের কোন কাজে
নিশিথ-দিনে গুঞ্জে বাঁশী উতল হিয়ার মাঝে
                             কাহার বাঁশী বাজে!
দখিন হাওয়া দেয় বিছায়ে মৌরী ফুলের বাস
জোসনা-আলো মেঘের ছায়া বুকে জড়ায় ঘাস
এমনি বেলায় সুরের খেলা সইতে পারি না যে
নিশিথ রাতে নামটি ধরে কাহার বাঁশী বাজে!
                               কাহার বাঁশী বাজে!
কতই পথিক যায় চলে এ গাঁয়ের পথটি ধরে
অচিন তাহার মুখটি খুঁজি হাজার মুখের ভীড়ে
আশার রঙয়ে তাহার ছবি আঁকি সকাল-সাঁঝে
নিশিথ রাতে নামটি ধরে কাহার বাঁশী বাজে!
                               কাহার বাঁশী বাজে!