কোন এক সোনালী প্রভাতে
তুমি-আমি হেঁটে যাবো আ'ল ধরে,
সবুজে থৈ থৈ খোলা মাঠ
ঘুম যাবে বাতাসের দোলা চড়ে।


শিশিরের জলে ধোয়া
নীল ঘাসফুল এনে দেবো খুঁজে,
কিছু রেখো মুঠো ভরে
তুমি কিছু ফুল কানে দিও গুঁজে।
তোমার নীল শাড়ী দেখে
মনে হবে তুমি যেন আকাশ-পরী,
জগতের আর সব রেখে
দেখবো তোমার রূপ নীল অপ্সরী।।