গো-ময় উঠানেতে চিৎ হয়ে পড়ে গিয়ে
ভ্যাবাচ্যাকা হয়ে বলি-'ইয়ে মানে, মানে ইয়ে'
হাত থেকে ফসকে গেল পড়ে ছাতাটা
চোখ হতে চশমা, হিসেবের খাতাটা
খিলখিল হেসে উঠে ফরিদের নয়া বউ
পা হতে মস্তকে হাসি যেন খেলে ঢেউ
কপালেতে এ কি শনি, শরমেতে প্রাণ যায়
কোমরের চোট সয়ে হাসি নয়া কায়দায়
'আরে, আরে হুজুর যে, হায় হায় এ কি হাল'!
ছুটে এলো ফরিদে হেসে নিয়ে এক গাল
তাড়াহুরো করে সে বাড়ালো হাত তার
চিৎপাৎ হলো নিজে করতে সে উদ্ধার
ফরিদের নয়া বউ দেখে তা হেসে খুন
হাসি যেন মুঠো ভরে কাঁটা ঘাঁয়ে ঢালে নুন।।