নামহীন ধূসর কবিতা
--------------------


আমার দৃষ্টি থেকে তুমি পালিয়ে বেড়াও
আমার সীমানায় তুমি আর মাড়াওনা পা,
আমার ভরা নদী স্রোতহীন হয়ে গেছে মরে
আমার বসন্ত-বাগানে আজ চৈত্রের খরা।
ভালবাসা পথে একবার পিছলে গেলে পড়ে
পুণঃ চলবার আর থাকেনা, থাকেনা মনোবল,
যেটুকু থাকে তা শুধু স্মৃতি পোষবার তরে
বুকের তলানিতে জমে নিঃশেষ হয় কেবল।
স্মৃতিতে বেঁচে থাকা, বাঁচা বুঝি বলে তারে!
স্বপনের ভাঙ্গা হাট পাহারায় শুধু বসে থাকা,
রঙহীন অসময় ছবি আঁকে ধূসর পাতা জুড়ে
যন্ত্রণা-ব্যথা শুধু মিছে প্রবোধেই ঢেকে রাখা।
আমি হাত বাড়াই ব্যকুলতায় বড় আশা নিয়ে
তুমি তখন অন্য হাতের স্পর্শে রও বিভোর,
আমি চুমুকে চুমুকে ভালবাসা জলে উন্মাতাল
যখন তোমার কেটে গিয়েছে নেশার ঘোর।।