কে মেরেছে? মা?
আমি হলে পালিয়ে যেতাম
খুঁজেই পেত না!
কি করেছিস্? চুরি?
আমি হলে খুব সাবধানে
ধরাই যেত না।
চুরি নয়? কি? খেলা?
খেললে আবার মারে নাকি
ব্যাটা বোকার ঢেঁকি,
তোর মতো কি হাবা?
আমি হলে দিতাম রোজই
মায়ের চোখে ফাঁকি।
আরে আরে! ফের কাঁদছিস্?
হলো তোর এমন কি রে
বলতো দেখি খুলে,
ঘুড়ি? কি হলো তার?
ও-সুতা কেটে ঘুড়ি আছে
মগডালেতে ঝুলে!


আমি হলে....যাহ্
সুতা কেটে ঘুড়িটা তোর
উড়ে যেত না,
করবি কি আর, থাক্
ঘুড়ির জন্য শুধু মিছেই
আর কাঁদিস্ না।।