পাহাড়, পাহাড়, পাহাড়__
কোথা পেলে বলো ধৈর্য এমন
সকল কষ্ট সহার!
যুগের পরে যুগ__ __
অটল, অচল দাঁড়িয়েই আছো
নেই কোন অভিযোগ?
ধরেছো কি বুকে কান্নার জল
নদী হয়ে যা বহে কলকল
সাগরের ওই কন্ঠে পরালে
সাতনরী সীতাহার।


পাহাড়, পাহাড়, পাহাড়__
রয়েছো তাকিয়ে আদিকাল হতে
নীল আকাশের পানে,
নাকি দেহ পড়ে দানবীয় ঘুমে
মন্ত্র সম্মোহনে?
কত মেঘমালা ভেসে ভেসে যায়
ললাট চুমে, ঝরে পড়ে পা'য়
মৌন ভাষায় কথা কও তুমি?
নাকি ভাষা নাই বুঝাবার?


পাহাড়, পাহাড়, পাহাড়__
ইসরাফিলের শিঙ্গার ফূঁকে
ভাঙ্গবে তোমার ধ্যান,
কলেবরে সেদিন জাগবে সহসা
প্রলয়ের অভিজ্ঞান।
আক্রোশে কি তুমি হবে চৌচির!
লুটায়ে পরবে খাড়া ওই শির!
সর্বংসহা রূপ যাবে ভুলে
ফুৎকারে শিঙ্গার।


পাহাড়, পাহাড়, পাহাড়___ __