কোথায় আজ গুঁজবো মাথা
চতু্র্পাশেই বর্শা গাঁথা
তার'চে ভাল আয় দু'জনে
আয় হয়ে যাই দেশান্তরি।


মানব যেথায় পাওয়া ভারী
মানবতার জাড়িজুড়ি
শুনবো কত, দেখবো কত
চুন মাখানো ভাঙ্গা হাড়ি?
তার'চে ভাল আয় দু'জনে
আয় হয়ে যাই দেশান্তরি।


নিয়ম-নীতির ধ্বজ্বা ধরে
অসুর-নীতিই কব্জা করে
খোঁয়াড় ঢাকে খড়-বিচালী
মুখ লুকানো মুখোশধারী,
তার'চে ভাল আয় দু'জনে
আয় হয়ে যাই দেশান্তরি।


লাগাম ছাড়া কথার ঘোড়া
ছুটতে গিয়ে হচ্ছে খোঁড়া
মগজ পোড়া গন্ধ-বিকট
করছে তাজা বাতাস ভারী,
তার'চে ভাল আয় দু'জনে
আয় হয়ে যাই দেশান্তরি।


আঁৎকে উঠে আঁত-কলিজা
যায় যদি জাত, যা বলি যা!
মোহর আঁটা বিবেক জুড়ে
শংকা জাগায় মুখের দাড়ি!
তার'চে ভাল আয় দু'জনে
আয় হয়ে যাই দেশান্তরি।।