চুরি করে ধরা পড়ে গো-বেচারা কাঁদে
চুল ছেঁটে দিল সবে চুরি-অপরাধে
কারো হাতে লাঠিসোঁটা কারো মুখে গালি
কেহ বলে মেখে দে-না মুখে চুন-কালি
কেহ টানে কান ধরে মারে লাথি গুঁতা
কেহ হেঁকে আসে তেড়ে, কেহ ছুঁড়ে জুতা
মার খেয়ে বেচারার প্রাণ যায় যায়
হাতজোড় করে কভু, কভু পড়ে পা'য়
আধমরা দেহ খানা হাড় যায় গোনা
গলা তার এত ক্ষীণ যায় নাতো শোনা
অবশেষে হলো রফা, এক দয়াবানে
জোড়ে দু'টা লাথি কষে কান ধরে টেনে
বলে 'ব্যাটা যা ভাগ.., যদি দেখি ফের
কপালেতে আছে তোর এর চেয়ে ঢের'
'চোর' 'চোর' সোরগোলে উৎসাহে মেতে
সুধালাম এক জনে গিয়ে সেখানেতে
'ঘটনা কি? চোর ব্যাটা কি করেছে চুরি?'
"তা জানিনা, হবে কিছু.." চলে হুড়োহুড়ি
ঘেঁটে ঘেঁটে অবশেষে সবি গেল জানা
হাতে-নাতে খেলো ধরা নিতে টব খানা।।