বিছানায় আছে পড়ে মৃত কুমারী
কবিরাজ বলে "আন্ ঘৃত কুমারী",
রাজ কুমারীর প্রাণ হবে তরতাজা
"কে আছিস্ এনে দে" রায় দেন রাজা।
ফিসফিস, কানাকানি সভাসদ দলে
বলে সবে দেখ কারে হাতযশ বলে,
বাহ্ বা'র পড়ে রোল সারা তল্লাটে
'অতি খাসা কবিরাজ' নিমেষেই রটে।
কাঁদো কাঁদো রাজা বলে "ওহে কবিরাজ
দেরি কেন? এক্ষুণি শুরু করো কাজ,
কাটা-বাঁটা, ছেঁচা-পেষা যত কিছু চাই
প্রস্তুত দাসী-বাঁদী, সান্ত্রী-সিপাই"
'অযথাই বিচলিত কেন মহাশয়?
এসে যেই পড়েছি নাই কোন ভয়
সাধ্যি কি যমরাজে আটকিয়ে রাখে!'
কবিরাজ ধীরে বলে চুলকিয়ে টাকে।
'ঘৃত কুমারীর সাথে বনসাঁই মূল
আরো চাই নাপিতের একহাত চুল
যোগাড়ের আয়োজন করে তাড়াতাড়ি
আনলেই তবে কিনা কাজে লেগে পড়ি
কালো পদ্মের কূঁড়ি, গোখরার নোখ
জলে গুলে গিলালেই হবে এক ঢোক
ঘৃত কুমারীর গুনে মৃত কুমারী
প্রাণ পেয়ে বিছানায় খাবে গড়াগড়ি'।।